হবিগঞ্জ প্রতিনিধি::হবিগঞ্জের বানিয়াচংয়ে সেনাবাহিনীর বিশেষ অভিযানে শীর্ষ মাদক কারবারি সাইদুল হক (৪০) গ্রেপ্তার হয়েছেন। শনিবার (৯ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলা পরিষদের আর্মি ক্যাম্পের সদস্যরা ১নং উত্তর পূর্ব ইউনিয়নের দত্তপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করেন।
অভিযানকালে তার কাছ থেকে ইয়াবা, গাঁজা, বিদেশি মদের বোতল, মোবাইল ফোন ও মাদক বিক্রির হিসাববইসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়।
গ্রেপ্তার সাইদুল হক দত্তপাড়া গ্রামের আব্দুল হক মিয়ার ছেলে। তার বিরুদ্ধে বানিয়াচংসহ বিভিন্ন থানায় মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। আটক হওয়ার পর তাকে বানিয়াচং থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply