নবীগঞ্জে নিহতের পরিবারের হাতে অনুদান ও সহায়তা তুলে দিল উপজেলা সমাজসেবা পরিষদ

নবীগঞ্জ(হবিগঞ্জ) তেক নিজস্ব সংবাদদাতা :নবীগঞ্জে সাম্প্রতিক সংঘর্ষে নিহত তিমিরপুর ও আনমনুর পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা সমাজসেবা কল্যাণ পরিষদ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নিহত আনমনু গ্রামের লিমন মিয়ার পরিবারকে ৫ হাজার টাকা অনুদান, শুকনা খাবার এবং তিমিরপুরের নিহত এম্বুলেন্স ফারুক মিয়ার  স্ত্রীকে একটি সেলাই মেশিন প্রদান করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিদ্যুৎ দাশ এবং পজিব কর্মকর্তা শাকিল আহমেদ।
উল্লেখ্য, গত ৭ জুলাই নবীগঞ্জ শহরে আনমনু ও তিমিরপুর গ্রামের মধ্যে ভয়াবহ সংঘর্ষ বাঁধে। এতে দুই গ্রামের দুিজন জন নিহত হন এবং প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টার এন্ড হসপিটালসহ অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের শিকার হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় ৪ কোটি টাকারও বেশি। সংঘর্ষে নবীগঞ্জ বাজারসহ আশপাশের ৭/৮টি গ্রাম পুরুষশূন্য হয়ে পড়ে।
পরবর্তীতে হবিগঞ্জের পুলিশ সুপারের কঠোর হস্তক্ষেপে নবীগঞ্জে আইন-শৃঙ্খলার উন্নতি হয় এবং স্বস্তি ফিরে জনমনে।
এ ঘটনায় মোট ৫টি মামলা দায়ের করা হয়। পুলিশ সুপারের নির্দেশে নবীগঞ্জ থানা পুলিশ বিশেষ ক্ষমতা আইনে প্রথম মামলা দায়েরের পরই শালিসি প্রক্রিয়া শুরু হয় এবং ধীরে ধীরে স্বাভাবিক হয়ে ওঠে পরিস্থিতি।
আগামী ২০ সেপ্টেম্বর বিষয়টি মীমাংসার লক্ষ্যে শালিসি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা