নবীগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় উৎসব সমাপন

উত্তম কুমার পাল হিমেল,ষ্টাফ রিপোর্টার :নবীগঞ্জ উপজেলায় ৯৩টি মন্ডেপ শারদীয় দূর্গাপুজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। দশমীবিহিত পূজাশেষে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে মুর্তির শোভাযাত্রাসহ নবীগঞ্জ শহর প্রদক্ষিণ শেষে গতকাল  ২ রা অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলার করগাও ইউনিয়নের মাধবপুর পিংলী নদীঘাটে দেবী দূর্গার বিসর্জন অনুষ্ঠান সম্পন্ন হয় ।
উপজেলা পূজা উদযান পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি রঙ্গলাল রায়ের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক নীলকন্ঠ দাশ সামন্ত নন্টী ও দপ্তর সম্পাদক সুকান্ত দাশের পরিচালনায় এ সময় অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,  উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন,নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ছাবির আহমদ চৌধুরী,নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ  শেখ মো কামরুজ্জামান ,নবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি  উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ  উপজলা পজীপ কর্মকর্তা সাকিল আহমেদ,উপজেলা  যুবদলের যুগ্ম আহবায়ক আবুল কালাম মিঠু, সাহেদুর রহমান,হিমাংশু দাশ,পৌর বিএনপি নেতা  হিমাংশু সরকার ভজন, পৌর পূজা উদযাপন ফন্ট্রের যুগ্ম আহবায়ক  নিতেশ দাশসহ বিভিন্ন  পুজা কমিটির নের্তৃবৃন্দ।
বক্তারা বলেন,সাম্প্রদায়িক সম্প্রীতির  এক উজ্জ্বল দৃষ্টান্ত নবীগঞ্জ উপজেলার সকল মন্দিরে অত্যান্ত সুন্দর ও আনন্দঘন পরিবেশে পুজা পালন করায় পুজারীসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।  এক আনন্দঘন  পরিবেশে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রতিমা বিসর্জ্জন অনুষ্ঠানে পুজারীদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়। পরে ঐদিন রাতে নবীগঞ্জ কেন্দ্রীয় গোবিন্দ জিউ-র মন্দিরে সকল ভক্তবৃন্দের মাঝে শান্তিজল ও দেবীদূর্গার আর্শীবাদ সুতা বিতরন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা