ডেস্ক নিউজ ::সিলেট: সিলেটে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সিলেট মহানগর পুলিশ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আটককৃতরা হলেন: জুনেদ আহমদ (২৩), সৌমিত্র দত্ত (২৭), নীলা আক্তার (১৮) এবং রূপান্তি বিশ্বাস (২০)।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে শাহপরান (রহ.) থানাধীন শিবগঞ্জ পয়েন্টের “গ্র্যান্ড সাওদা” আবাসিক হোটেলে অভিযান চালিয়ে এই চারজনকে আটক করা হয়। অভিযানে দুইজন পুরুষ ও দুইজন নারীকে আটক করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃতদের আদালতে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply