ডেস্ক রিপোর্ট ::ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট। পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীও সহায়তায় যোগ দিয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে আকস্মিকভাবে এই আগুনের সূত্রপাত ঘটে। বিমানবন্দর সূত্রে জানা যায়, বেলা ২টা ১৫ মিনিটে কার্গো ভিলেজের কুরিয়ার গোডাউনে আগুন লাগে। কিছু সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে ইলেকট্রনিক্স ও কেমিক্যাল গোডাউনে, যেখানে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ভয়াবহ আকার ধারণ করে।
মুহূর্তের মধ্যে পুরো কার্গো ভিলেজ কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। বিকেল সাড়ে ৩টার দিকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানায়, নিরাপত্তার স্বার্থে বিমান ওঠানামা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
ঢাকাগামী বেশ কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইটকে বিকল্প রুটে পাঠানো হয়েছে। এর মধ্যে কিছু ফ্লাইট চট্টগ্রাম ও কলকাতায় অবতরণ করেছে। একইভাবে ঢাকায় ছেড়ে যাওয়ার প্রস্তুতিতে থাকা কয়েকটি ফ্লাইট ট্যাক্সিওয়েতে অপেক্ষা করছে।
এছাড়া ব্যাংকক, দিল্লি, শারজাহ ও হংকং থেকে ঢাকাগামী কিছু ফ্লাইট বিকল্প বিমানবন্দরে অবতরণ করেছে। বিমান বাংলাদেশ, ইউএস-বাংলা ও বাটিক এয়ারের কয়েকটি ফ্লাইট চট্টগ্রাম ও সিলেটে নামতে বাধ্য হয়েছে।
বিমানবন্দরে অবস্থান করা সব বিমানকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
Leave a Reply