স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ী বাজারে ওজনে মিষ্টি কম দেয়াকে কেন্দ্র করে দু’টি গ্রামের মধ্যে দুই ঘণ্টাব্যাপী ভয়াবহ সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। খবর পেয়ে নবীগঞ্জ ও বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা যায়, তিন দিন আগে নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ী বাজারের “ভাই ভাই রেস্টুরেন্ট অ্যান্ড সুইটমিট” থেকে মিষ্টি ক্রয় করেন কালিয়ারভাঙ্গা ইউনিয়নের শাইস্তানগর গ্রামের দুবাই প্রবাসী বদরুল মিয়া। অভিযোগ রয়েছে, দোকানের মালিক আমির উদ্দিন প্রতি কেজিতে ২৫০ গ্রাম মিষ্টি কম দেন। এ নিয়ে উভয়ের মধ্যে তর্কবিতর্ক সৃষ্টি হলে স্থানীয়রা তখন বিষয়টি মীমাংসা করে দেন।
কিন্তু ঘটনার পরদিন বদরুল মিয়া বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করলে তা ভাইরাল হয় এবং উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জের ধরে শনিবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে ইমামবাড়ী বাজারে বদরুল মিয়াকে একা পেয়ে আমির উদ্দিন ও তার সহযোগীরা বেধড়ক মারধর করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
খবরটি ছড়িয়ে পড়লে সন্ধ্যা ৬টার দিকে বদরুল মিয়ার আত্মীয়স্বজনসহ কালিয়ারভাঙ্গা ও আশপাশের গ্রামের লোকজন লাঠিসোটা নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। অপরদিকে চন্দলপুর, শ্রীমতপুর, তাজপুর, খাগাউড়া, হরিপুর ও লহরজপুর গ্রামের শতাধিক লোক ইমামবাড়ী মধ্যবাজারে এসে হামলা চালায়।
এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ছড়িয়ে পড়ে এবং পুরো বাজার এলাকায় তীব্র ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হন বলে জানা গেছে। আহতদের মধ্যে অনেকে গুরুতর অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি হয়েছেন।
ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ ও বানিয়াচং থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তবে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
Leave a Reply