হবিগঞ্জ-১ আসনে ধানের শীষের প্রার্থী কে?বিএনপি অঙ্গনে জোর আলোচনা

নবীগঞ্জ(হবিগঞ্জ) থেকে নিজস্ব ::আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সোমবার দুপুরে বিএনপির গুলশান কার্যালয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির এক সভায় দেশের ২৩৭টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে দলটি। বিএনপির মিডিয়া সেল থেকে প্রকাশিত ওই তালিকায় হবিগঞ্জ জেলার ৪টি আসনের মধ্যে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনটি ওয়েটিং হিসেবে রাখা হয়েছে। বাকী তিনটি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হলেও এই আসনে এখনো চূড়ান্ত প্রার্থী নির্ধারিত হয়নি।
এ খবর প্রকাশের পর নবীগঞ্জ-বাহুবল এলাকায় বিএনপি অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা-সমালোচনা। রাজনৈতিক অঙ্গনে এখন একটাই প্রশ্ন-কে হবেন হবিগঞ্জ-১ আসনে ধানের শীষের প্রার্থী?
ইতিমধ্যে সোমবার একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদে বলা হয়, হবিগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন পেতে পারেন ড. রেজা কিবরীয়া। এই খবরে দলের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ ও হতাশা। অনেকেই দাবি করছেন, এই আসনে যেন ত্যাগী ও মাঠের নেতাকর্মীদের মধ্য থেকেই প্রার্থী নির্বাচিত করা হয়। তাদের মতে, হাইব্রিড নেতাদের মনোনয়ন দিলে তৃণমূল তা মেনে নেবে না।
স্থানীয় পর্যায়ের একটি অংশের দাবি—সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ সুজাত মিয়াই এই আসনে ধানের শীষের যোগ্য প্রার্থী। তারা বলেন, শেখ সুজাত মিয়া দীর্ঘদিন নবীগঞ্জ-বাহুবল এলাকায় কাজ করেছেন, দলের দুঃসময়ে পাশে থেকেছেন, এবং বিগত উপনির্বাচনে দলের হয়ে জয় এনে দিয়েছিলেন।
অন্যদিকে, সাবেক মেয়র ছাবির আহমেদ চৌধুরীর অনুসারীরা মনে করছেন, ওয়েটিংয়ে রাখার অর্থই হলো,দল শেষ পর্যন্ত তাকেই প্রার্থী হিসেবে চমক দিতে পারে। তারা বলেন, ছাবির চৌধুরী একজন নিবেদিতপ্রাণ ও জনপ্রিয় স্থানীয় নেতা।
এদিকে বিএনপির একাধিক দায়িত্বশীল নেতা জানিয়েছেন, দল যাকেই মনোনয়ন দিক না কেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। তবে সবাই একমত,মাঠের ত্যাগী ও পরিক্ষিত নেতাদেরই অগ্রাধিকার দেয়া উচিত।
উল্লেখ্য, ২০১৮ সালের নির্বাচনে জোটের প্রার্থী হিসেবে ড. রেজা কিবরীয়া ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন। কিন্তু স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ,নির্বাচনের পর থেকে তিনি এলাকায় ফিরে আসেননি এবং দলের আন্দোলন-সংগ্রামেও কোন ভুমিকা রাখেননি।
সবমিলিয়ে নবীগঞ্জ-বাহুবলে এখন একটাই আলোচনার বিষয়,কে হচ্ছেন বিএনপির ধানের শীষের কান্ডারী? দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ ভোটার পর্যন্ত সবাই এখন অপেক্ষায়, শেষ পর্যন্ত কাকে বেছে নেয় বিএনপি?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা