এসটিভি অনলাইন টুয়ান্টিফোর ডটকম-এর নির্বাহী সম্পাদক হলেন গৌছুজ্জামান চৌধুরী

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি::দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় কর্মরত নবীগঞ্জ প্রেসক্লাবের সদস্য গৌছুজ্জামান চৌধুরী এসটিভি অনলাইন টুয়ান্টিফোর ডটকম-এর নির্বাহী সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন।

বুধবার (৫ নভেম্বর) এসটিভি অনলাইন টুয়ান্টিফোর ডটকম-এর প্রকাশক ও সম্পাদক রাকিল হোসেন এক পত্রের মাধ্যমে তাকে নির্বাহী সম্পাদক পদে নিয়োগ প্রদান করেন।

গৌছুজ্জামান চৌধুরী সাংবাদিকতা পেশায় প্রায় ২৫ বছরেরও বেশি সময় ধরে যুক্ত রয়েছেন। তিনি দেশের বিভিন্ন জাতীয়, বিভাগীয় ও স্থানীয় পত্রিকায় সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি সাংবাদিকতার পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনের সাথেও সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।

২০১৭ সালে এসটিভি অনলাইন টুয়ান্টিফোর ডটকম এর যাত্রা শুরু হয়। দীর্ঘ প্রায় আট বছরের পথচলায় পোর্টালটি ধারাবাহিকভাবে গণমানুষের কল্যাণে কাজ করে আসছে। নিরপেক্ষ সংবাদ পরিবেশন ও সত্যের পক্ষে অবস্থান নেওয়ায় পাঠকপ্রিয়তা অর্জন করেছে এই অনলাইন মাধ্যমটি।

নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ায় নবীগঞ্জ প্রেসক্লাবসহ সহকর্মী সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গৌছুজ্জামান চৌধুরীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

প্রকাশক ও সম্পাদক রাকিল হোসেন বলেন,গৌছুজ্জামান চৌধুরী একজন অভিজ্ঞ, দায়িত্বশীল ও নিবেদিতপ্রাণ সাংবাদিক। তাঁর নেতৃত্বে এসটিভি অনলাইন টুয়ান্টিফোর ডটকম আরও এগিয়ে যাবে বলে আমি আশাবাদী। আমি তাঁর সফল কর্মজীবনের ধারাবাহিক অগ্রগতি কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা