মাধবপুর প্রতিনিধি।। মাধবপুরে সড়ক দুর্ঘটনায় রাজীব পাল (২৭) নামের এক কসমেটিকস ব্যবসায়ী মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি শাহজাহানপুর ইউনিয়নের সুরমা পালপাড়া শিরোমোন পালের ছেলে এবং তেলিয়াপাড়া বাজারের একটি কসমেটিকস দোকানের মালিক ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার (৮ নভেম্বর) দুপুর সাড়ে ২টার দিকে রাজীব মোটরসাইকেলযোগে সাতছড়ি হোটেলে খাবার এর উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে সামনে থাকা একটি ট্রাককে সামনে পেয়ে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে পাঠানো হয়। সেখানে গতকাল শুক্রবার (৯ নভেম্বর) ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
রাজীব পাল ছিলেন কর্মঠ, হাসিখুশি ও সমাজবদ্ধ স্বভাবের ছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।
Leave a Reply