প্রবাসে হৃদরোগে শেষ নিঃশ্বাস দীপঙ্কর দ্বীপের।।প্রবাসী জীবনের মুখপাত্র হারাল সিলেট

ডেস্ক রিপোর্ট ::মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দ্বীপ। বুধবার (১২ নভেম্বর) স্থানীয় সময় সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ-বিদেশের ভক্ত ও শুভানুধ্যায়ীদের মধ্যে নেমে আসে গভীর শোকের ছায়া।
দীপঙ্কর দ্বীপের বাড়ি সিলেট অঞ্চলে। শৈশব থেকেই তিনি সংগীত, নাটক ও উপস্থাপনায় আগ্রহী ছিলেন। ছাত্রজীবনেই তিনি স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনে সক্রিয়ভাবে অংশ নেন। পরবর্তীতে জীবিকার তাগিদে মালয়েশিয়ায় প্রবাস জীবন শুরু করলেও, থেমে থাকেননি সৃজনশীলতার জগতে। প্রবাসের বাস্তবতা, আনন্দ-বেদনা ও প্রবাসীদের জীবনের গল্প ফুটিয়ে তুলে তিনি গড়ে তোলেন নিজস্ব পরিচিতি।

সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক কনটেন্ট ক্রিয়েটর হিসেবে দীপঙ্কর দ্বীপ দ্রুত জনপ্রিয় হয়ে ওঠেন। প্রাণবন্ত কণ্ঠ, সাবলীল উপস্থাপনা ও হৃদয়ছোঁয়া গল্প বলার ভঙ্গি তাঁকে প্রবাসীদের প্রিয়মুখে পরিণত করে। তাঁর কনটেন্টে প্রবাসী জীবনের হাসি-কান্না, সামাজিক ব্যঙ্গ, দেশপ্রেম ও মানবিক বার্তা প্রাধান্য পেত।
ফেসবুক ও ইউটিউবে তাঁর হাজারো অনুসারী প্রতিনিয়ত অপেক্ষায় থাকতেন নতুন ভিডিওর জন্য। অনেকেই তাঁকে প্রবাসী জীবনের মুখপাত্র হিসেবে দেখতেন।

হঠাৎ তাঁর প্রয়াণে শোকাহত সহকর্মী, প্রবাসী বাংলাদেশি ও অসংখ্য ভক্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে আসছে শোকবার্তা ও স্মৃতিচারণা। কেউ লিখেছেন— “প্রবাসের হাসিখুশি মানুষটি চলে গেলেন চিরবিদায়ে”, আবার কেউ বলেছেন— “হাসির মানুষ দীপঙ্কর দ্বীপ প্রমাণ করেছিলেন, ভালোবাসা ছড়ানো যায় প্রতিটি গল্পের মাঝেই।

জানা গেছে, দীপঙ্কর দ্বীপের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে। তাঁর মৃত্যুতে পরিবার, সহকর্মী ও অনলাইন দুনিয়ায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা