দায়রা জজের ছেলেকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার লিমন

ডেস্ক রিপোর্ট::রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) রাজপাড়া থানায় নিজের ১৬ বছর বয়সী ছেলে তাওসিফ রহমান সুমন হত্যার অভিযোগে মামলা করেছেন রাজশাহী মহানগর দায়রা জজ আব্দুর রহমান। শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে তিনি এজাহারে স্বাক্ষর করার পর রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গ থেকে ছেলের মরদেহ নিয়ে গ্রামের বাড়ি জামালপুরের উদ্দেশ্যে রওনা হন।

আরএমপি মুখপাত্র মো. গাজিউর রহমান জানান, বিচারক নিজেই মামলার বাদী হয়েছেন। মামলার একমাত্র আসামি লিমন মিয়া (৩৪)–কে ইতোমধ্যে গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশ হেফাজতে রামেক হাসপাতালে তার চিকিৎসা চলছে। সুস্থ হলে আদালতে সোপর্দ করে কারাগারে পাঠানো হবে।

আদালত সূত্র জানায়, বিচারক আব্দুর রহমান প্রায় এক বছর আগে শ্রম আদালতে যোগ দিয়ে রাজশাহী আসেন। গত অক্টোবরে তিনি মহানগর দায়রা জজ পদে দায়িত্ব নেন। তেরখাদিয়া ডাবতলা এলাকার একটি বহুতল ভবনের ফ্ল্যাটে স্ত্রী ও নবম শ্রেণিতে পড়ুয়া ছেলে তাওসিফকে নিয়ে বসবাস করছিলেন তিনি। তাদের মেয়ে বর্তমানে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

প্রসঙ্গত, বৃহস্পতিবার বেলা আড়াইটার পর রাজশাহীর ডাবতলা এলাকায় বিচারকের ভাড়া বাসায় হামলার ঘটনা ঘটে। এ সময় লিমন মিয়ার ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয় তাওসিফ রহমান (সুমন) এবং গুরুতর আহত হন বিচারকের স্ত্রী তাসমিন নাহার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা