নিজস্থ্য সংবাদদাতা॥ ‘উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ এ স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জ জেলার নবীগঞ্জে অত্যন্ত জাঁকজমক ও আনন্দঘন পরিবেশে ৩ দিন ব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে এ মেলার উদ্বোধন করেন। সকাল সাড়ে ১০ টায় নবীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে মেলা শুরু হয়। মেলায় শত শত জনসাধারন ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে সরগরম হয়ে উঠে।
মেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের ৪২ টি স্টলে সেবা প্রদান করেন সংশ্লিষ্টরা। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষিণ শেষে উপজেলা পরিষদের মাঠ প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউল গণি ওসমানী, থানার অফিসার ইনচার্জ শেখ সোহেল রানা, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী,
সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, আওয়ামীলীগ নেত্রী ডাঃ নাজরা চৌধুরী, ইউপি চেয়ারম্যান এডভোকেট জাবেদ আলী, আলী আহমদ মুসা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পঞ্চনন কুমার সানা, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক নির্মেলেন্দু দাশ রানা। মেলায় উপজেলা পর্যায়ে সরকারের সকল বিভাগ, দপ্তর/সংস্থা ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ কর্তৃক স্টল বসিয়ে বর্তমান সরকারের সাফল্য ও ভবিষ্যৎ কর্ম-পরিকল্পনাসহ বিভিন্ন উদ্যোগ উপস্থাপন করা হয়। মেলা চলবে আগামী শনিবার পর্যন্ত। সন্ধায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
Leave a Reply