পবিত্র হজ পালন শেষে ৬৬ হাজার ৮০৭ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। শনিবার (২৩ সেপ্টেম্বর) পর্যন্ত মোট ১৯৪টি ফ্লাইটে তারা দেশে ফেরেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৯২টি এবং সৌদি এয়ারলাইন্সের ১০২টি ফিরতি হজ ফ্লাইট রয়েছে।
চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় (ব্যবস্থাপনা সদস্যসহ) মোট ১ লাখ ২৭ হাজার ২২৯ জন বাংলাদেশি হজ পালন করতে সৌদি আরবে যান। তাদের মধ্যে শনিবার (২৩ সেপ্টেম্বর) পর্যন্ত সৌদি ১৩৯ জন হজযাত্রী/হাজি ইন্তেকাল করেন।
ধর্ম মন্ত্রণালয় থেকে প্রকাশিত হজ বুলেটিন সূত্রে জানা গেছে, ইন্তেকাল করা এসব হজি/হজযাত্রীদের মধ্যে পুরুষ ১০৯ জন ও নারী ৩০ জন। তাদের মধ্যে মক্কায় ১০২ জন, মদিনায় ১৭ জন, জেদ্দায় ৪ জন ও মিনায় ১৬ জনের মৃত্যু হয়েছে।
সর্বশেষ শনিবার (২৩ সেপ্টেম্বর) নোয়াখালী জেলার মো. এছহাক মোল্লা (৬২) পবিত্র মদিনা আল-মুনাওয়ারায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার পাসপোর্ট নম্বর- বি এম ০৯৭৩২৮৩।
উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে। ফিরতি হজ ফ্লাইট চলবে আগামী ৫ অক্টোবর পর্যন্ত।
Leave a Reply