এম মুজিবুর রহমান::ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জের সঈদপুর বাজার চৌমুহনীতে সিলেটগামী অজ্ঞাত বাস চাপায় এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
জানাযায়, উপজেলার আউশকান্দি ইউনিয়নের বাজার সঈদপুর নামকস্থানে শুক্রবার (১২ অক্টোবর) রাত সাড়ে ৮টার সময় রাস্তা পারাপারের সময় এক পথচারীকে অজ্ঞাত একটি বাস চাপা দিয়ে দ্রুত চলে যায়। ফলে ঘটনা স্থলেই তিনি নিহত হন। এ ঘটনায় স্থানীয় লোকজন প্রায় আধাঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে। নিহত ব্যাক্তির বয়স অনুমান (৫০)।
শেরপুর হাইওয়ে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে লাশ উদ্বার করে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক করে যানচলাচল স্বাভাবিক করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
শেরপুর হাইওয়ে থানার ওসি বিমল ভৌমিক সত্যতা নিশ্চিত করে জানান,খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। এখনো পরিচয় পাওয়া যায়নি।
Leave a Reply