কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে নিহত লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির সোনারখেওড় গ্রামের আব্দুল জলিল জলালের পুত্র মামুন রশিদের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। ময়না তদন্ত ছাড়াই তার লাশ দাফন করায় কবর থেকে উত্তোলন করে ময়না তদন্তের জন্য নির্দেশ দেন সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত।
আদালতের এমন নির্দেশে শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) লুসি কান্ত হাজং, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ নুনু মিয়া, ইউপি চেয়ারম্যান ড. ফয়াজ উদ্দিন, মামলার তদন্ত কর্মকর্তা লিটন মিয়ার উপস্থিতিতে নিহত মামুন রশিদের লাশ কবর থেকে উত্তোলন করা হয়।
উল্লেখ্য গত ১৩ অক্টোবর সকাল ৯টায় উপজেলার লোভা-দনা সীমান্তের ১৩২৮ ও ১২২৯ পিলারের মধ্য দিয়ে একটি অবৈধ ব্যবসায়ী চক্র ভারতের মেঘালয় রাজ্যের উখিয়াং থেকে গরু নিয়ে আসার সময় খাসিয়ারা গুলি করে। সেই গুলিতে চক্রের সবাই কোনো মতে রেহাই পেলেও দরিদ্র মামুন ঘটনাস্থলে নিহত হয়। পরে খাসিয়ারা নিহত মামুনের লাশ আর্ন্তজাতিক সীমার পাশে ফেলে দেয় বলে জানিয়েছিল তার আহত শ্যালক শামীম আহমদ।
Leave a Reply