নোয়াখালী থেকে নবীন :: নোয়াখালীর হাতিয়া ও সেনবাগে পৃথক ২টি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত। আহত হয়েছে ৩ জন । শনিবার ফেনী-নোয়াখালী সড়কের সেনবাগে কল্যান্দী বাজার নামকস্থানে ফেনী থেকে ছেড়ে আসা সিএনজির- মোটরসাইকেল মুখোমূখির সংঘর্ষে মোঃ ছালেহ আহম্মদ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হন। এ ঘটনায় মোটরসাইকেলের চালক মোঃ হারুন সহ সিএনজি চালক আহত হন। নিহত ছালেহ আহামেদের গ্রামের বাড়ি অর্জুনতলা ইউনিয়নের ঈদুলপুর গ্রামে।
খবর পেয়ে হাইওয়ে পুলিশঘটনাস্থল থেকে দুর্ঘটনায় পতিত মোটর সাইকেল ও সিএনসিটি জব্দ করে এবং ময়নাতদন্তের জন্য বৃদ্ধের লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এদিকে, শনিবার জেলার বিচ্ছিন্নদ্বীপ হাতিয়া উপজেলার বেকের বাজারের কাছে একটি মোটরসাইকেলের সাথে ব্যাটারী চালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল চালক টুটুল চন্দ্র ঘনান্থলে মারা যায়।
পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। হাতিয়া থানার ওসি কামরুজ্জামান শিকদার নিহতের বিষয় নিশ্চিত করে বলেন, এ ব্যাপরে থানায় মামলার পস্তুতি চলছে।
Leave a Reply