নবীগঞ্জ প্রতিনিধি ॥ ‘সময় এখন নারীর: উন্নয়নে তারা বদলে যাচ্ছে গ্রাম-শহরে কর্ম-জীবনধারা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের নবীগঞ্জে ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের সামনে উক্ত মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানব বন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন হাসান, মুক্তিযুদ্ধের সংগঠক আব্দুর রউপ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা মীর তারিন বাশার লিমা, কৃষি কর্মকর্তা দুলাল উদ্দিন, মৎস্য কর্মকর্তা রাশেদুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আমিনুর রহমান চৌধুরী সুমন,
দৈনিক বিবিয়ানার বার্তা সম্পাদক মতিউর রহমান মুন্না, কাউন্সিলর রোকেয়া বেগম, দি হাঙ্গার প্রজেক্টের সমন্বয়কারী শাহ গুল আহমেদ কাজল, নারী উন্নয়ন ফোরামের সহ-সভাপতি আয়েশা খানম প্রমুখ।
Leave a Reply