নোয়াখালী থেকে নবীন::নোয়াখালীর কোম্পানীগঞ্জে অটোরিক্সা মালিক শ্রমিকদের কাছে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরর পক্ষে নৌকার জন্য ভোট চাইলেন বসুরহাট পৌর মেয়র আব্দুল কাদের মির্জা।
শুক্রবার বিকেলে বসুরহাট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অটোরিক্সা মালিক শ্রমিক আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা রুমেল, বসুরহাট ব্যাবসায়ী সমিতির সাবেক সহ সভাপতি বেলায়েত হোসেন বেলাল ও মালিক শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, কোম্পানীগঞ্জে যখন বিভিন্ন মহল অটোরিক্সা বন্ধের জন্য দাবী জানায় তখন আপনাদের পরিবারের কথা চিন্তা করে সেতুমন্ত্রীর নির্দেশে অটোরিক্সা চালুর অনুমতি দেয় পৌরসভা। তাই আপনাদের কাছে অনুরোধ,যিনি আপনাদের রুজিরুটি রক্ষা করেছেন তাকে এবং তার নৌকাকে বিজয়ী করতে আপনারাও তাকে ভোট দিবেন।
Leave a Reply