এসটিভি ডেস্ক:: আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার মাধ্যমে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।
বুধবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ও জনসংযোগ কর্মকর্তা এস এম আসাদুজ্জামান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে একযোগে প্রচারিত হবে। বিটিভি ও বাংলাদেশ বেতার থেকে ফিড নিয়ে অন্যান্য বেসরকারি টেলিভিশন ও রেডিও এই ভাষণ সম্প্রচার করতে পারবে।
Leave a Reply