ডেস্ক রিপোর্ট:আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ৭ দফা দাবি ও ১১ দফা লক্ষ্য আদায়ে পূর্বঘোষিত রোডমার্চ কর্মসূচি স্থগিত করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। তবে ৯ নভেম্বর রাজশাহীতে সমবেশ করবে দলের শীর্ষ নেতারা।
বুধবার (৭ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবীর খান সারাবাংলাকে এই তথ্য জানিয়েছেন। তবে কী কারণে রোডমার্চ কর্মসূচি স্থগিত করা হয়েছে- তা জানাতে পারেননি তিনি।
এদিকে গণফোরামের শীর্ষ নেতারা জানাচ্ছেন, রাজনৈতিক কারণে রোডমার্চ স্থগিত করা হলেও রাজশাহীতে সমাবেশ হবে। এর আগে মঙ্গলবার (৬ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৮ নভেম্বর রাজশাহীর উদ্দেশে রোডমার্চ এবং ৯ নভেম্বর সমাবেশ কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, আমাদের এর পরের কর্মসূচি হলো, খুলনায় জনসভা। তারপরও দাবি না মানলে নির্বাচন কমিশন অভিমুখে লংমার্চ করা হবে।
Leave a Reply