এসটিভি ডেস্ক:: আগামী ২৩ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। এ নির্বাচনে ১৯ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, ২২ নভেম্বর মনোনয়নপত্র বাছাইয়ের দিন এবং প্রত্যাহারের শেষ দিন ২৯ নভেম্বর।
এর আগে সন্ধ্যা ৭টায় শুরু হওয়া ভাষণে সিইসি সব দলকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান। সিইসির এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বেতারের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়।
গত ৩১ অক্টোবর থেকে নির্বাচনের ক্ষণ গণনা শুরু হয়েছে। ২৮ জানুয়ারি পর্যন্ত বর্তমান সংসদের মেয়াদ রয়েছে। ওই সময়ের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা আছে সংবিধানে।
এ সময়ের মধ্যে নির্বাচন আয়োজনে ইসি বদ্ধপরিকর। এজন্য গত ১ নভেম্বর রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাত করে নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানিয়েছে ইসি।
২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।
Leave a Reply