নিজস্ব প্রতিনিধি::আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮মার্চ) সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয় হতে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ আবুল হোসেন মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়।
জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এমরান হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সাবিরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ, নারী নেত্রী শিলা রায়, জেলা পরিষদ সদস্য ফৌজিয়ারা শাম্মি প্রমুখ।
Leave a Reply