মোঃ জামাল মিয়া ভৈরব প্রতিনিধি ॥ একাধিক মাদক মামলার আসামি মাদক সম্রাট মামুন ও তার সহযোগি সুমন মিয়াসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা । আটককৃতদের স্বীকারোক্তি অনুযায়ী মাটির গর্ত খুড়ে ১শ ৭৫ বোতল ফেনসিডিলসহ ২শ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল ও ৪০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে ।
আটককৃতদের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছে ।
র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সহকারি পরিচালক চন্দন দেবনাথ জানান গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৯মার্চ) ভোরে কালিকাপ্রসাদ এলাকার বালুর মাঠ থেকে প্রথমে মামুনের সহযোগি সুমন ওরফে হিজরা সুমনকে ২০ বোতল ফেনসিডিল সহ আটক করা হয় ।
পরে তার স্বীকারোক্তিনুযায়ী চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদকের ৪ মামলার আসামি মামুন মিয়াকে ৫ বোতল ফেনসিডিল ও ৪০ পিচ ইয়াবাসহ চকবাজার বালুর মাঠ থেকে আটক করা হয় । পরে তার স্বীকারোক্তিনুযায়ী চকবাজারের আশে-পাশে বিভিন্ন মাটির গর্ত থেকে ১শ ৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় ।
আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করছে । তারা দেশের বিভিন্ন স্থানে মাদক পাচার করছে । তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে ।
Leave a Reply