নোয়াখালী থেকে নবিন::ভোটকারচুপি,ভোট জালিয়াতি, কেন্দ্র দখল করে নয়,আমারা চাই শান্তি পূর্ণ ভোট । বিএনপি’র স্থায়ীকমিটির সদস্য ব্যরিষ্টার মওদুদ আহাম্মেদ আজ দুপুরে নোয়াখালী – ৫ কোম্পানীগঞ্জ -কবিরহাট উপজেলার নির্বাচনী এলাকায় গনসংযোগ করতে এসে সাংবাদিকদের এ সব কথা বলেন।
তিনি এ সময় সরকারি দলকে উদ্দেশ্য করে আরো বলেন, হুমকি – ধুমকি দিয়ে কোনো লাভ নেই , নারী পুরুষ সকলে মিলে কেন্দ্রে যাবেন এবং ভোট দিবেন। যদি কেন্দ্রে যেতে কেউ বাধা প্রদান করে তাহলে তা উপেক্ষা করে আপনারা আপনাদের মনোনিত প্রার্থীকে ভোট দিবেন এবং প্রমাণ করবেন আপনারা শান্তি পুর্ণভোট চান এটা আপনাদের প্রতি আমার আহবান।
Leave a Reply