এসটিভি ডেস্ক:: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্রে বৈধতা পেতে নির্বাচন কমিশনে আপিল করেছেন সাবেক অর্থমন্ত্রী শাহ এএসএম কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া।
সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২ ডিসেম্বর মনোনয়নপত্র বাতিল করেছিলেন হবিগঞ্জ প্রশাসক , জেলা রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল ক্রি মুরাদ। এ সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি সোমবার নির্বাচন কমিশনে আপিল করেন।
হবিগঞ্জ -১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে গণফোরামের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন রেজা কিবরিয়া। ঋণখেলাপির অভিযোগ তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়।
প্রসঙ্গত, ২ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র বাছাইয়ের দিন। সারা দেশে দাখিল করা ৩ হাজার ৬৫টি মনোনয়নপত্র বাছাইয়ের পর ২ হাজার ২৭৯টি মনোনয়নপত্র বৈধ এবং ৭৮৬টি মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা।
আগামী ৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ এবং ৩০ ডিসেম্বর ভোট হবে।
Leave a Reply