কানাইঘাট প্রতিনিধি :: কানাইঘাটে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকেল ৪টায় উপজেলার গাছবাড়ী বাজারস্থ আল-আক্সা শপিং সিটিতে ফিতা কেটে শাখার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ইসলামী ব্যাংক কানাইঘাট শাখার ব্যবস্থাপক মোঃ সোলাইমানের সভাপতিত্বে ও আজিজুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংক সিলেট জোনের জোন প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ সাঈদ উল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গাছবাড়ী জামিউল উলূম কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওঃ তাহির উদ্দিন, ঝিঙ্গাবাড়ী ইউপি চেয়ারম্যান আব্বাস উদ্দিন, গাছবাড়ী মর্ডাণ একাডেমীর প্রধান শিক্ষক মোঃ মাহবুবুল হক প্রমুখ।
এছাড়াও গাছবাড়ী বাজারের ব্যবসায়ী, সূধীজন উপস্থিত ছিলেন। সভায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেটের বিভিন্ন সুবিধার কথা তুলে ধরে বক্তব্য রাখেন অতিথিবৃন্দ।
Leave a Reply