কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাট সড়কের বাজারে জেনিফা আইডিয়্যাল একাডেমীতে বিজয় দিবস উপলক্ষ্যে দুই দিন ব্যাপী বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর ১২টায় জেনিফা আইডিয়্যাল একাডেমীর সম্মুখ মাঠে পরিচালক ডাঃ ছাদিকুর রহমান খাঁনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক রিয়াজ উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিঘীরপার পূর্ব ইউপির চেয়ারম্যান আলী হোসেন কাজল, লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির চেয়ারম্যান ডাঃ ফয়াজ আহমদ, সমাজ সেবী আওয়ামীলীগ নেতা আব্দুস ছামাদ খাঁন। এছাড়াও বক্তব্য রাখেন, আতক হাসান, শিপুল আমীন, বিদ্যালয়ের শিক্ষক হাফিজ তানহা, রুহুল আমীন, সুমন আহমদ প্রমুখ। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দ।
Leave a Reply