এটিএম সালাম::হবিগঞ্জ-১ আসনের নৌকার প্রার্থী দেওয়ান শাহ নেওয়াজ মিলাদ গাজীর নির্বাচনী জনসভায় মুক্তিযোদ্ধের স্বপক্ষের শক্তি স্বাধীনতার প্রতীক নৌকার বিজয় সুনিশ্চিত করতে সকল মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানিয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরী। গতকাল বুধবার বিকেলে নবীগঞ্জ আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
নবীগঞ্জের মুক্তিযোদ্ধের সংগঠক প্রাক্তন চেয়ারম্যান আব্দুর রউফের সভাপতিত্বে ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলালের পরিচালনায় অনুষ্টিত জনসভায় বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ-১ আসনের নৌকার প্রার্থী দেওয়ান শাহ নেওয়াজ মিলাদ গাজী, হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এডভোকেট মুহাম্মদ আলী পাঠান, বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) ওয়াহিদুজ্জামান সেলিম, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অবঃ) মিজান চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী,
উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, বীর মুক্তিযোদ্ধা মিনহাজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা খালেদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মৃধা, বীর মুক্তিযোদ্ধা মীর আসলিত, আব্দুর রকিব খান, জেলা মহিলা লীগের সভাপতি জমিলা খাতুন, বীর মুক্তিযোদ্ধা নুর উদ্দিন বীরপ্রতীক, ফজলুল হক চৌধুরী সেলিম, পংকজ কান্তি দাশ, প্যানেল মেয়র-১ ও জেলা মৎস্যজীবিলীগের যুগ্ম সম্পাদক এটিএম সালাম, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, ডেপুটি কমান্ডার মৌলদ হোসেন কাজল, ডাঃ নিজামুল ইসলাম চৌধুরী, দিলারা হোসেন, শেখ ছৈফা আক্তার কাকলী প্রমূখ। পরে এক বিশাল নৌকার সমর্থনে মিছিল বের করা হয়।
Leave a Reply