নোয়াখালী প্রতিনিধি:আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নিশ্চিত পরাজয় জেনে ভিত্তিহীন অভিযোগ তুলছে বিএনপি। তাদের অভিযোগের সাথে বাস্তবতার কোন মিল নেই।
তিনি আরো বলেন, দিন যতই যাচ্ছে, বিএনপি ততই জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে। মাঠে না থাকলেও কূটনীতিক আর মিডিয়ায় সরব রয়েছে বিএনপি।
বৃহস্পতিবার সকালে নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ভূমিহীন বাজারে পথসভায় তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের নির্বাবচনী ইশতেহারে প্রধানমন্ত্রী তরুণদের কর্মসংস্থানের কথা বলেছেন। আমরা আবারো ক্ষমতায় গেলে প্রতিটি পরিবারে একজন করে চাকুরি দিবো। ভূমিহীনদের কল্যাণে কাজ করবো। সরকারের উন্নয়ন অব্যাহত রাখতে নৌকায় ভোট চান তিনি।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা জনগণের সাড়া না পেয়ে ফেসবুকে ভিডিও পোস্টিংয়ের মাধ্যমে মায়া কান্না কাঁদছেন। তারা বুঝে গেছেন জনগণ তাদের মিথ্যা আশ্বাসে বিশ্বাসী নয়। তাই নির্বাচন বানচালের ষড়যন্ত করছে।
পথসভায় জেলা আওয়ামীলীগের সহসভাপতি সাহাব উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত, সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল প্রমূখ নেতারা উপস্থিত ছিলেন।
Leave a Reply