হাবিবুর রহমান খান,জুড়ী প্রতিনিধি::একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ আসন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব শাহাব উদ্দিন আহমদের সমর্থনে এস এম জাকির হোসাইনের বাড়ীতে উঠান বৈঠক অনুস্টিত হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সাধারন সম্পাদক এস এম জাকির হোসাইনের গ্রামের বাড়ী হালগরা গ্রামে পূর্বজুড়ী ইউপি আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ্ব আদর উদ্দিন আহমদের সভাপতিত্বে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হুমায়ুন রশীদ রাজীর উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মৌলভীবাজার-১ আসনের নৌকা মার্কার মনোনীত প্রার্থী হুইপ আলহাজ্জ্ব শাহাব উদ্দিন।বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক এস এম জাকির হোসাইন, হল্যান্ড আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ মুয়ীদ ফারুক,পূর্বজুড়ী ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমদ, গোয়ালবাড়ী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহাব উদ্দিন আহমদ (লেমন), আওয়ামীলীগ নেতা আব্দুল কাদীর।
অনুষ্ঠানে উপজেলা যুবলীগ সভাপতি মামুনুর রশীদ সাজু,সম্পাদক শেখরুল ইসলাম সহ ছাত্রলীগ, যুবলীগ, বঙ্গবন্ধু ছাত্র সংসদসহ সকল অঙ্গসংগঠনের নেতৃস্থানীয় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এস এম জাকির হোসাইনের বাবা উপস্থিত সকল জনসাধারণের নিকট নৌকার পক্ষে ভোট দিতে বিনীত অনুরোধ জানান।
Leave a Reply