সংবাদদাতাঃ নবীগঞ্জ-বাহুবল আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়ার পক্ষে গণসংযোগ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও কেন্দ্রীয় বিএনপির সদস্য আরিফুল হক চৌধুরী।
শুক্রবার বিকেলে নবীগঞ্জ শহরের ওসমানী রোড,শেরপুর রোড,হাসপাতালে রোডে গণসংযোগ করেন তিনি । এসময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ আসনের সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়া, বিএনপি নেতা আব্দুল আলীম ইয়াছিনী, নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবুল কালাম মিঠু,ছাত্রদলনেতা শেখ শিপন প্রমুখ । এসময় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও কেন্দ্রীয় বিএনপির সদস্য আরিফুল হক চৌধুরী দেশনেত্রী বেগম খালেদ জিয়ার মুক্তির স্বার্থে ও গণতন্ত্র ফিরিয়ে আনতে ধানেরশীষে ভোট চান।
এর আগে আউশকান্দি ইউনিয়নের পিঠুয়া,সদরাবাদ গ্রামে গণসংযোগ ও উঠান বৈঠকে অংশ গ্রহণ করেন ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়া। এ সময় তিনি অভিযোগ করে বলেন, আমার একাধিক সমর্থককে কোনো মামলা ছাড়াই গভীর রাতে ঘরের দরজা ভেঙ্গে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। তিনি এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
Leave a Reply