নবীগঞ্জ প্রতিনিধি ॥ রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন হবিগঞ্জ-১ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য প্রয়াত মন্ত্রী দেওয়ান ফরিদ গাজীর তনয় গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি। বৃহস্পতিবার রাতে তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা যুবলীগের আহ্বায়ক ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপির সহধর্মীনী নাসিমা চৌধুরী, সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমাতুজ জহুরা রুবা জেবিন, ফরিদ গাজীর তনয় গাজী মোহাম্মদ জাবেদ, গাজী মোহাম্মদ আশফাক নাহেদ, ঢাকাস্থ জালালাবাদ এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক ফাহিমা চৌধুরী মনি, ডাঃ মুরশেদ, দেবপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত, এটিএম রুবেল মিয়া, হারুণ খাঁন, আমিনুল ইসলাম মুকিদ প্রমুখ।
Leave a Reply