ছনি চৌধুরী,হবিগঞ্জ প্রতিনিধি:: নবীগঞ্জ উপজেলার লতিফপুর গ্রামে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ১টি ব্যবসা প্রতিষ্ঠান। এ ঘটনায় প্রায় ৫লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। জানাযায়, শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার কুর্শি ইউনিয়নের লতিফপুর গ্রামে জেরিন স্টোরে বিদ্যুৎতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।
এতে করে দোকানে আগুন লাগার সাথে সাথেই নিমিশেই জেরিন স্টোরে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় দোকানের আশপাশ এলাকায় আতংক সৃষ্টি হয়। জানা যায়, বিভিন্ন ধরণের জেরিন স্টোরে হঠাৎ করে আগুন জ্বলতে দেখেন স্থানীয় লোকজন। আগুনের লেলিহান শিখা তীব্র আকার ধারণ করে । এসময় ধাউ ধাউ করে আগুন জ্বলতে থাকে। পরে খবর পেয়ে নবীগঞ্জ দমকল বাহিনীর টিম লিডার নেতৃত্বে একটি দমকল বাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে।
নবীগঞ্জ দমকল বাহিনীর টিম লিডার মহফুর আলী এঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। বিদ্যুৎয়ের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। প্রায় ৬লক্ষ টাকার মালামাল আমরা অক্ষত অবস্থায় উদ্ধার করি।
Leave a Reply