-
- মিডিয়া সংবাদ
- সুনামগঞ্জ প্রেসক্লাব সাধারন সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমদের জামিনে মুক্তি
- আপডেট টাইম : January, 12, 2019, 6:36 pm
- 701 বার
সংবাদদাতাঅধ্যক্ষ শেরগুল আহমেদ জামিনে মুক্তি পেয়েছেন। জামিন শেষে ১১ জানুয়ারী রাতে বাসায় ফিরলে বিভিন্ন মহল তাকে ফুলেল শুভেচ্ছা জানান। দেখতে আসেন সিনিয়র সাংবাদিক ও লেখক ম.ফ.র.ফোরকান সহ আত্মীয় স্বজনরা। প্রথমেই ফুল দিয়ে বরণ করেন সুনামগঞ্জ সাংবাদিক সাংবাদিক ফোরামের সভাপতি মোহনা টেলিভিশন ও দৈনিক সবুজ সিলেটেরে জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস তালুকদার, সাধারন সম্পাদক এস এ টিভির প্রতিনিধি ও দৈনিক হাওরাঞ্চলেল কথা’র সম্পাদক প্রকাশক ও এসএ টিভি’র জেলা প্রতিনিধি মো: মাহতাব উদ্দিন তালুকদার, যুগ্ম সম্পাদক ও দৈনিক সুনামগঞ্জের সময় সম্পাদক, দীপ্তটিভি’র জেলা প্রতিনিধি সেলিম আহমদ তালুকদার। দৈনিক সুনামগঞ্জের ডাক’র নির্বাহী সম্পাদক মানব তালুকদার, সুনাম টিভি’র পরিচালক আলী ছিদ্দিক, সুনামগঞ্জ মফস্বল সাংবাদিক ফোরামের আহবায়ক মো: ফরিদ মিয়া। পৌর কলেজের পক্ষে ফুল দিয়ে বরণ করেন শিক্ষক শুভংকর তালুকদার মান্না রায়, রামানুজ রায়, আলমগীর, নেওয়াজ মিয়া প্রমুখ। এ ছাড়াও উপস্থিত ছিলেন আত্মীয়স্বজন, বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও পেশাজীবির নেতৃবৃন্দরা। উলে¬খ্য গত বছরের ৪ঠা নভেম্বর কলেজের কাজে ঢাকায় একটি হোটেলে রাত্রিযাপন কালে পুলিশ তাকে আটক করে জেল হাজতে প্রেরন করেছিল।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply