রেজাউল করিম সিরাজগঞ্জ প্রতিনিধিঃ জাতীয় সংসদ নির্বাচন শেষ, শুরু হলো উপজেলা নির্বাচন। আর এই উপজেলা নির্বাচন শুরু হওয়ার সাথে সাথেই সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী যুবলীগের আহব্বায়ক সাজ্জাদুল হক রেজার গনসংযোগের মাধ্যমে ব্যস্ত সময় পার করছেন।
রাতের শেষ, শুরু হয় দিন, আর প্রতিদিনই শতশত নেতাকর্মী সাথে নিয়ে বেলকুচি উপজেলার দূর্গম চরাঞ্চল বেলকুচি সদর ইউনিয়ন ও বড়ধূল সহ উপজেলার প্রতিটি ইউনিয়নের বিভিন্ন স্থানে তিনি গনসংযোগ করে আসছেন।
এসময় তার সাথে পৌর প্যানেল মেয়র ইকবাল রানা, বেলকুচি সদর ইউনিয়নের চেয়ারম্যান মীর্জা সোলায়মান, সাবেক চেয়ারম্যান গাজী নরুল ইসলাম, কমিশনার আইনাল, ফজলুল হক, বড়ধুল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক ওমর ফারুক সরকার, আহবায়ক কমিটির সদস্য অলিব সরকার, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রিয়াদ আহমেদ, যুবলীগসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়নের কর্মীবৃন্দ উপস্থিত থাকছেন।
Leave a Reply