সিলেট বিভাগে অনুর্ধ-২০ দল বাছাইয়ে ইয়েস কার্ড পেলেন ৩০ খেলোয়ার

হবিগঞ্জ প্রতিনিধি:: সারাদেশে শেখ কামাল অনুর্ধ-২০ বিভাগীয় পর্যায়ে ফুটবল টুর্ণামেন্টে অংশ নিতে সিলেট বিভাগের ৩০ জন খেলোয়ার ইয়েস কার্ড পেয়েছেন। বৃহস্পতিবার হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে খেলোয়ার বাছাই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলির পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন সাইফ পাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের উপ-মহাসচিব আশিকুর রহমান নিপু, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. সিরাজ উদ্দিন আলমগীর। এতে বক্তৃতা করেন সুনামগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি জাকির হোসেন, মৌলভীবাজার জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আক্তারুজ্জামান, হবিগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মো. আব্দুর রহমান প্রমূখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি সাইফ পাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন বলেন, বাংলাদেশ ফুটবল র‌্যাংকিংয়ে ১৪০ থেকে ১৫০তম অবস্থানে ছিল। কিন্তু আজ সেটি ১৯৩তম অবস্থানে গিয়ে পৌছেছে। আজ বাংলাদেশ টিম ভুটানের সাথে পরাজিত হয়। এর কারণ ফুটবলকে অবহেলা করা হয়েছে। যারাই দায়িত্বে ছিলেন তারা সঠিক পৃষ্ঠপোষকতা করেননি। তারা এ বিষয়ে চরম উদাসিন ছিলেন। এ লজ্জা আমাদের পুরো জাতির। আমাদেরকে সেখান থেকে বেরিয়ে আসতে হবে। ফুটবলকে এগিয়ে নিতে হলে সারা দেশে প্রতিযোগিতা করতে হবে। বাছাই করতে হবে। তা হলেই নতুন খেলোয়ার তৈরী হবে। প্রতিযোগিতার মাধ্যমে ফুটবল এগিয়ে যাবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা