নোয়াখালী থেকে নবীন::নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে যাত্রী বাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২জন যাত্রী নিহত ও অন্তত ১৮যাত্রী আহত হয়েছে।
বুধবার দিবাগত রাতে বড় পোল এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত ও আহতদের নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে সোনাপুর থেকে ফেনীর উদ্দেশ্যে সুগন্ধা সার্ভিসের একটি যাত্রীবাহী বাস ছেড়ে যায়। পথে বাসটি ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বড় পোল এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে অজ্ঞাত ২জন পুরুষ যাত্রী নিহত ও অন্তত ১৮জন আহত হয়েছে। খবর পেয়ে বেগমগঞ্জ থানা, চৌমুহনী হাইওয়ে পুলিশ ও চৌমুহনী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আলম মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। আহত কয়েকজনের অবস্থা আশংকাজনক।
Leave a Reply