নোয়াখালী থেকে নবীন::নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শনিবার সকালে এক হিন্দু বৃদ্ধের অজ্ঞাত লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত ১৭ জানুয়ারী সন্ধ্যায় এক হিন্দু পথচারী নোয়াখালী-ঢাকা মহাসড়কের বজরা সিএনজি পাম্প এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় গুরুতর আহত হয়।
পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসারত অবস্থায় ওই ব্যক্তি কথা বলতে না পারায় তার পরিচয় সনাক্ত করা যায়নি।
শনিবার ভোর ৪টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যায়। সকালে হাসপাতাল কর্তৃপক্ষ থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
সোনাইমুড়ী থানার ওসি আবদুস সামাদ জানান, তার পরনের কাপড় এবং দেহের আকৃতি দেখে মনে হচ্ছে লোকটি হিন্দু। তার বয়স ধারণা করা হচ্ছে (৬৫)। এখনো পর্যন্ত লাশটির পরিচয় পাওয়া যায়নি।
Leave a Reply