সুনামগঞ্জ প্রতিনিধি::সুনামগঞ্জ ২৮ বর্ডারগার্ড ব্যাটেলিয়ান(বিজিবি) কর্তৃক প্রায় পৌনে চার কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টায় ২৮ বিজিবি ব্যাটালিয়ন সুনামগঞ্জের মল্লিকপুরস্থ সদর দপ্তরে গত ০৯ অক্টোবর ২০১৬ হতে ২০ জানুয়ারী ২০১৯ পর্যন্ত বিজিবির’র বিভিন্ন অভিযানে আটককৃত ৩ কোটি ৬৬ লাখ ৭৬ হাজার ৫৪৩ টাকা মুল্যের ভিন্ন ভিন্ন জাতের দেশীয়, বিদেশী মদ, গাজা, ইয়াবাসহ মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
পরবর্তীতে ২৮ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল মাকসুদুল আলমের সভাপতিত্বে ও ২৮ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর জালাল উদ্দিন জায়গীরদার’র সঞ্চালনায় এক মতবিনিয়ম সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিজিবি’র সিলেট বিভাগের সেক্টর কমান্ডার কর্ণেল মো. শহিদুল ইসলাম পিএসসি। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুল আহাদ, পুলিশ সুপার বরকত উল্লাহ খান, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সাজেদুল হাসান প্রমুখ।
মতবিনিময় সভা শেষে উপস্থিত বিভিন্ন স্কুল-কলেজ শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার সুধিজনদের শপথবাক্য পাঠ করান পুলিশ সুপার (আলফা-২) মিজানুর রহমান। পরে মনোজ্ঞ সাংকৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে বিজিবি সিলেট বিভাগের সেক্টর কমান্ডার কর্ণেল মো. শহিদুল ইসলাম পিএসসি বলেন, বিজিবি’র পাশাপাশি আমরা সকলে প্রতিজ্ঞা করতে চাই দেশকে মাদক মুক্ত করতে যে কোন চ্যালেঞ্জ মোকাবেলায় বদ্ধ পরিকর।
Leave a Reply