নবীগঞ্জ(হবিগঞ্জ)সংবাদদাতা: নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী তানিশা বেগম (১০) ব্যাটারী চালিত টমটম গাড়ীর চাপায় আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আহত তানিশা ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমত গ্রামের মৃত গিয়াস উদ্দিনের মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ মার্চ) বেলা সাড়ে ১২টার সময় তানিশা স্কুল ছুটির পর বাড়ী যাওয়ার পথে ইনাতগঞ্জগামী ব্যাটারী চালিত একটি টমটম গাড়ী তাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয়। এ সময় গাড়ীর সামনের চাকা তার মাথায় উপর উঠে দিলে সে গুরুতর আহত হয়।
এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ইনাতগঞ্জ ও পরে সিলেটে মেডিকেলে প্রেরণ করেন। তানিশার পারিবারিক সূত্রে জানা গেছে এখনো তার অবস্থা সংকাটাপন্ন।
Leave a Reply