এস আলম আলমগীর সিলেট অফিস:: সিলেট নগরীর কদমতলী এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক প্রাক্তন শাবি ছাত্র নিহত হয়েছেন। প্রাণ হারানো মাহিদ আল সালাম (২৮) শাবির অর্থনীতি ০৮ ব্যাচের ছাত্র ছিলেন। তিনি শাবি থেকে স্নাতকোত্তর পাস করে কিছুদিন বাংলালিংক কোম্পানিতে চাকুরী করেছেন।
রবিবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়- চাকুরি সংক্রান্ত ব্যাক্তিগত কাজে মাহিদ রবিবার রাতে ঢাকার উদ্দেশ্যে রাত সাড়ে ১২টার দিকে বাসা থেকে বের হন।
১টার দিকে কদমতলী এলাকায় একদল দুর্বৃত্ত তার হাঁটুর পেছনে ছুরিকাঘাত করে। সেখানে অচেতন অবস্থায় এক রিকশাচালক তাকে নিয়ে হাসপাতালের দিকে রওয়ানা হয়।
রিকশাচালক মাহিদকে নিয়ে ক্বীনব্রিজ এলাকায় এলে সেখান থেকে পুলিশ রাত আড়াইটার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ওসমানী হাসপাতালে নিয়ে যান।
দক্ষিন সুরমার থানার ওসি খায়রুল ফজল বলেন, রাত ২টার দিকে গুরুতর আহত অবস্থায় মাহিদকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষনা করেন।
তিনি আরো বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে কোনো ছিনতাইকারি তার উপর ছুরিকাঘাত করেছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
মাহিদ প্রয়াত অ্যাডভোকেট এম এ সালামের ছেলে। শাবিতে পড়ার সময় তিনি শাবির মাভৈ আবৃত্তি পরিষদের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন।
Leave a Reply