নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি::হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের ৫২নং দক্ষিন দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় দক্ষিন দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনে সরাসরি প্রত্যক্ষ ভোটের মাধ্যামে নির্বাচন সম্পন্ন হয়েছে। মোট ভোটার সংখ্যা ১১জন এর মধ্যে ১১ ভোট পেয়ে সর্ব সম্মতিক্রমে বেসরকারি ভাবে সভাপতি নির্বাচিত হয়েছেন কমিটির শিক্ষানুরাগী সদস্য বিশিষ্ট সাংবাদিক এম,এ আহমদ আজাদ।
উক্ত নির্বাচন পূর্ব সভায় সভাপতিত্ব করেন দক্ষিন দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রমজান বখত । বক্তব্য রাখেন,ইউপি সদস্য মোঃ হাসান আলী উস্তার,আউশকান্দি র,প,উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বাবুল চন্দ্র সরকার,দাতা সদস্য আক্কাছ মিয়া, স্কুলের সিনিয়র শিক্ষক আব্দুল হান্নান,শিক্ষক সুমন দাশ গুপ্ত, জুনু রানী ধর,অভিভাবক সদস্য সোহাগ বখত,বাচ্চু মিয়া সরদার,শাহিন মিয়া, লতিফা বখত,শিক্ষানুরাগী সদস্য কলি বেগম প্রমূখ।
সভায় সর্ব সম্মতিক্রমে সবার ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন,সাংবাদিক এম,এ আহমদ আজাদ,সহসভাপতি নির্বাচিত হন অভিভাবক সদস্য মোঃ লতিফা বখত।
উপজেলার আউশকান্দি ইউনিয়নের দক্ষিন দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচন সম্পন্ন হবার পর বক্তব্য প্রদান করে কৃতজ্ঞতা প্রকাশ করেন নব নির্বাচিত সভাপতি সাংবাদিক এম,এ আহমদ আজাদ।
Leave a Reply