স্টাফ রিপোর্টার ॥ রোটার্যাক্ট ক্লাব অব হবিগঞ্জ খোয়াইয়ের তৃতীয় অভিষেক অনুষ্ঠান জোভিয়াল-১৯ অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি রোটার্যাক্টর মিসবাহুর রহমান জুয়েল।
প্রোগ্রাম চেয়ারম্যান রোটার্যাক্টর সৈয়দ মঞ্জুরুল হাসান তারেকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন পাস্ট ডিস্ট্রিক গভর্ণর রোটারিয়ান শহীদ আহমেদ চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. সফিউল আলম, ডিআরআর রোটার্যাক্টর নাফিজুল আলম।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডা. মো. জমির আলী, কবি তাহমিনা বেগম গিনি, রোটারী ক্লাব অব হবিগঞ্জ খোয়াইয়ের চার্টার প্রেসিডেন্ট ডা. এসএস আল-আমিন সুমন, রোটারী ক্লাব হবিগঞ্জ সেন্ট্রাল এর প্রেসিডেন্ট হারুনুর রশীদ চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল প্রমূখ।
অভিষেক অনুষ্ঠানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Leave a Reply