নোয়াখালী প্রতিনিধি:: উপকূলীয় অঞ্চলে সাংবাদিকতার ইস্যু নির্বাচন, পেশাগত সমস্যা ও সম্ভাবনা সমূহ চিহ্নিত করার লক্ষ্যে এক মতবনিময় সভা বুধবার বিকেলে নোয়াখালী প্রেসক্লাবের সহিদ উদ্দিন এস্কান্দার কচি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
মতবনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোস্টাল জার্নালিস্ট নেটওয়ার্কের প্রধান সমন্বয়ক সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু। সাংবাদিক আবু নাছের মঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক মাহমুদুল হক ফয়েজ, জামাল হোসেন বিষাদ, বিকাশ সরকার, আকবর হোসেন সোহাগ, নাছির উদ্দিন বাদল, মিজানুর রহমান, মোতাসিম বিল্লাহ সবুজ, সুমন ভৌমিক প্রমুখ।
বক্তারা উপকূলীয় অঞ্চলে সাংবাদিকদের পেশাগত ঝুঁকি, সমস্যা, সম্ভাবনা, সংবাদের ইস্যু ইত্যাদি নিয়ে আলোচনা করেন।
Leave a Reply