রুজেল আহমদ সুনামগঞ্জ::২৫ মার্চ গণহত্যা দিবস এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৯ উদযাপন উপলক্ষে ডলুরা শহীদ মুক্তিযোদ্ধা সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে শেষে দুপুরে জেলা প্রশাসক সুনামগঞ্জ মোহাম্মদ আব্দুল আহাদ সুনামগঞ্জ সদর উপজেলাধীন জাহাঙ্গীরনগর ইউনিয়নের ফেনিবিল গ্রামের অসুস্থ বীর মুক্তিযোদ্ধা জনাব লুৎফুর রহমান জজ মিয়া (৭৫) দেখতে এবং শারীরিক খোঁজখবর নেয়ার জন্য তাঁর বাড়ি যান। তিনি বীর মুক্তিযোদ্ধা জজ মিয়ার শারীরিক অসুস্থতা খোঁজ খবর নেন এবং শারীরিক সুস্থতা কামনা করেন। এসময় আরো উপস্থিত ছিলেন উপ-পরিচালক, স্থানীয় সরকার মোহাম্মদ এমরান হোসেন, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়াছমিন নাহার রুমা, সহকারী কমিশনার (ভূমি) সুনামগঞ্জ সদর নুসরাত ফাতিমা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, সুনামগঞ্জ জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার হাজী নুরুল মোমেনসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগণ।
Leave a Reply