নোয়াখালী প্রতিনিধি :নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মাদ্রাসা শিশু শিক্ষার্থী মেহেরাজ হোসেন জিসান (৭) কে অপহরণ করে হত্যার মূল আসামী মো. আবদুর রহিম রনিকে আদালতে ১৬৪ ধারা স্বীকারোক্তিমূলক জবানবন্ধি নেওয়া হয়েছে।
আসামী হলেন-নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জিরতলি ইউনিয়নের দৌলতপুর গ্রামের নুরুল আমিনের ছেলে মো. আবদুর রহিম রনি (২১)। সোমবার বিকালে বেগমগঞ্জ আমলী আদালত ৩ এর বিচারক মুসফিকুর রহমান ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করেন।
নোয়াখালী জেলা গোয়েন্দা (ডিবি) ওসি মোঃ আবুল খায়ের জানান, শিশু শিক্ষার্থী মেহেরাজ হোসেন জিসান হত্যা মামলার মূল আসামী মো. আবদুর রহিম রনি সোমবার বিকেলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে চাইলে তাকে আদালতে পাঠানো হয়। সেখানে সে ১৬৪ধারায় দোষ স্বীকার করে জবানবন্দি দেয়।
এর আগে, রোববার রাতে মো. আবদুর রহিম রনিকে বেগমগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যায় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে নিখোঁজের ২ দিন পর মেহরাজ হোসেন (৭) নামে এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মেহরাজ হোসেন বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের প্রবাসী সোলেমানের ছেলে।
Leave a Reply