মোঃ জামাল মিয়া ভৈরব প্রতিনিধি ॥ ভয়াল ২৫মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে ভৈরবে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মুক্তিযোদ্ধের স্মৃতিচারণসহ গণহত্যা বিষয়ক আলোচনাসভা ও মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচী পালন করা হয়েছে। সোমবার সন্ধ্যা সাতটায় উপজেলা চত্বরের কড়ই তলায় মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে বাংলাদেশের মানচিত্রের কাঠামো তৈরি করা হয়। পরে উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) ইসরাত সাদমীনের সভাপতিত্বে উপজেলা সম্মেলণ কক্ষে গণহত্যা বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মহান মুক্তিযোদ্ধের স্মৃতিচারণ করে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) আনিসুজ্জামান, ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজের অধ্যক্ষ শরীফ উদ্দিন আহমেদ, ভৈরব প্রেস ক্লাব সভাপতি জাকির হোসেন কাজল, সাবেক ভৈরব উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজ উদ্দীন, সাবেক ডেপুটি কমান্ডার ফরহাদ আহমেদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহারিয়ার মেনজিস সহ আরো অনেকে। এছাড়াও সারা দেশের ন্যায় ভৈরবে রাত ৯টা থেকে ৯টা ১মিনিট পর্যন্ত সরকারি অফিসগুলোসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের উদ্যোগে সরকার ঘোষিত প্রতিকী ব্ল্যাকআউট কর্মসূচী পালন করা হয়।
Leave a Reply