হবিগঞ্জ প্রতিনিধি::নদী ভাঙ্গন রোধে শুধু বাঁধ দিলেই হবেনা, স্থায়ী সমাধানের জন্য নদীকে শাসন করতে হবে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি। মঙ্গলবার বিকেলে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ভাঙ্গনকবলীত দিঘলবাগে কুশিয়ারা নদীর তীর পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, ছোটখাট কাজ করে সমাধান হবেনা। শুধু বাঁধ দিলেই বাঁধ রক্ষা হয়না। আপাতত যাতে বাড়িঘর আর না ভাঙ্গে সে ব্যবস্থা করা হবে। তবে বর্ষার পরে পুরো প্রকল্পের কাজ শুরু করা হবে। যাতে কোন বাড়িঘর আর নদীগর্ভে বিলিন না হয়। পরে প্রতিমন্ত্রী স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে বক্তৃতা করেন। এতে অন্যান্যের মাঝে বক্তৃতা করেন সংসদ সদস্য গাজী মো. শাহনওয়াজ মিলাদ, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মাহফুজুর রহমান প্রমূখ।
Leave a Reply