,জামাল মিয়া,ভৈরব ( কিশোরগঞ্জ) প্রতিনিধি ॥ ভৈরবে সপ্তাহব্যাপী কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর উদ্ধোধন করা হয়েছে । আজ সকালে শহরের আমলাপাড়ায় উদয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের কৃমিনাশক ট্যাবলেট খাইয়ে সপ্তাহব্যাপী এ কার্যক্রমের উদ্ধোধন করেছেন পৌরসভার মেয়র এ্যাডঃ ফখরুল আলম আক্কাছ ।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক নাছিমা বেগম,উদয়ন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বেসরকারি উন্নয়ন সংস্থা সাদ বাংলাদেশের নির্বাহী পরিচালক মতিউর রহমান সাগরসহ শিক্ষক শিক্ষার্থীরা । এ সময় স্বাস্থ্য পরিদর্শক নাছিমা বেগম জানান, ভৈরবে প্রাথমিক,মাধ্যমিক ও মহাবিদ্যালয়সহ ৮১টি বিদ্যালয়ের ২৮ হাজার ৭৯৯ জন শিক্ষার্থী যাদেও বয়স ৫ থেকে ১৬ বছর বয়সী তাদেরকে আজ থেকে আগামী ১১ এপ্রিল পর্যন্ত এ ট্যাবলেট খাওয়ানো হবে ।
Leave a Reply