হবিগঞ্জ প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গ উপজেলার আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল আতুকুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সংগঠনের সভাপতি নিতেন্দ্র চন্দ্র দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এনামুল হক আখনজীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন সংগঠনের সাবেক সহ-সভাপতি নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক মহিবুল হোসেন উজ্জল, ক্রীড়া সম্পাদক শিপন মিয়া, সুমন আখনজী, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক প্রভাংশু দাস, সমিরণ দাস, শরীফুল আখনজী শান্ত, সাইফুল ইসলাম-২, তারেক, রানা, রাশেদ খান, অপূর্ব চক্রবর্তী, লিটন খান, রিজন, আশিক, মোজাম্মিল আখনজী, মোফাজ্জল মিয়া, মুকিত আখঞ্জী, সাবাজ আলী, সোহান আহমেদ, মোতাহের মিয়া প্রমূখ। সভায় হবিগঞ্জে কৃষি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং কৃষি বিশ্ববিদ্যালয় অনুমোদনের ভূমিকা রাখায় সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির ও সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খানকে ধন্যবাদ জানান। সভায় বক্তারা বলেন-এই সরকারের আমলে শিক্ষাসহ সকল ক্ষেত্রেই উন্নয়ন হয়েছে। যেহেতু হবিগঞ্জে কৃষি বিশ্ব বিদ্যালয়ের অনেক জায়গার প্রয়োজন হবে এবং প্রকৃতি সৌন্দর্যপূর্ণ একটি স্থান দরকার। কর্তপক্ষের নিকট আমাদের প্রস্তাব জেলা সদরের অতি সন্নিকটে কালাডোবা পরেই হবিগঞ্জ-বানিয়াচঙ্গ রোড সংলগ্ন কামড়াপুক হাওর-বিল। সেখানে কৃষি বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলে যোগাযোগসহ সকল ক্ষেত্রেই সুবিধা হবে বলে মনে করেন তারা। তাই কৃষি বিশ্ববিদ্যালয়টি কামড়াপুক হাওরে প্রতিষ্ঠিত করার দাবি জানান।
Leave a Reply